জকিগঞ্জ প্রতিনিধি :
প্রকৃতির ডাকে সাড়া দিতে যখন অনেকেই দ্বিধাগ্রস্ত, তখন কিছু তরুণ নির্ভীক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে—নিঃস্বার্থভাবে, নিঃশব্দে, নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে। এঁরা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার দায়িত্বশীল।
বন্যা শুধু পানি নয়—এটি কখনো একজন মায়ের নিঃস্বতা, কখনো এক শিশুর অনাহার, কখনো একজন বৃদ্ধের নিরাপত্তাহীনতা। এমন দুঃসময়ে এই তরুণরা হয়ে উঠেছে অনেকের আশার আলো। তারা বলছে, “আমরা প্রস্তুত, আমরা মাঠে আছি—মানুষের পাশে, মানবতার পাশে।”
জকিগঞ্জ উপজেলা পূর্ব ছাত্র মজলিসের দায়িত্বশীলরা নজর রাখছেন পরিস্থিতির উপর। তারা স্থানীয়দের কাছে পৌঁছাচ্ছেন, খবর নিচ্ছেন, সাধ্যমতো সহায়তা পৌঁছে দিচ্ছেন। কারো দরজায় খাবার, কারো পাশে সাহস, আবার কোথাও কেবল একটা সহানুভূতির হাত—সবই তাদের উদ্যোগে বাস্তব হয়ে উঠছে।
দুর্যোগকালীন সময়টিতে প্রয়োজন হলে নিচের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা যাবে:
মিনহাজুল হক রিফাত – 📞 ০১৭২৪৬০১৮১৯
উসামা আহমেদ – 📞 ০১৭৮৭-৪৪৩০২০
নাহিদুল ইসলাম – 📞 ০১৩১০-৬৭০৮১৮
খায়রুল ইসলাম – 📞 ০১৭৪৮-১১৬৭৫২
তাওহিদুল ইসলাম বুলবুল – 📞 ০১৭৯৬-৬৪৬৬৩২
ছাত্র মজলিসের এই নিরব ও আত্মত্যাগী প্রয়াস যেন সমাজের আরও তরুণদের উদ্বুদ্ধ করে—সাহস নিয়ে এগিয়ে আসতে, ভালোবাসা নিয়ে পাশে দাঁড়াতে। কারণ মানুষ যখন মানুষের পাশে থাকে, তখন দুর্যোগও পরাজিত হয়।