জকিগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মো. আহসান পারভেজের দায়িত্ব গ্রহণ


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মো. আহসান পারভেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বুধবার (২১ মে) দুপুর ২টায় কলেজ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোহাম্মদ হোসেন। শুরুতেই একাদশ শ্রেণির এক ছাত্রী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. স্বপন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের দেবর্ষি দাস পার্লি, রসায়ন বিভাগের প্রীতম কুমার দে ইমন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. শাহিনুর রহমান চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৌরভ চক্রবর্তী, উদ্ভিদবিদ্যা বিভাগের জহিরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর থেকে প্রায় সাত মাস ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোহাম্মদ হোসেন। দায়িত্বকালীন সময়ে কলেজের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

নবনিযুক্ত অধ্যক্ষ মো. আহসান পারভেজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তাঁর গতিশীল নেতৃত্বে জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও শৃঙ্খলার ক্ষেত্রে নতুন দিগন্তে পৌঁছাবে। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীসহ সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোহাম্মদ হোসেনকে কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন