গণিপুর ছাহেব বাড়িতে শাহজালাল (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ উপজেলার গণিপুর ছাহেব বাড়িতে অবস্থিত আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের উদ্যোগে ইসলাম প্রচারের মহান অগ্রদূত সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) এবং উপমহাদেশের খ্যাতনামা আলেমে দীন হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য নাতি ও আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান।

বুধবার (২১ মে) আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় আলেম-উলামা, তরুণ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হাম্দ-নাত পরিবেশনের মাধ্যমে পরিবেশকে আত্মিক আবেশে ভরিয়ে তোলা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। মাওলানা মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ নূরুর রহমান।

বক্তারা হযরত শাহজালাল (রহ.)-এর জীবন ও কর্ম, বিশেষ করে উপমহাদেশে তাঁর আগমন, ইসলাম প্রচারে তাঁর আত্মত্যাগ ও অবদানের ইতিহাস গভীরভাবে উপস্থাপন করেন।

পাশাপাশি হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান, তাসাউফ চর্চা ও তরবিয়তি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদরাসা ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের মাঝে দ্বীনী চেতনা জাগ্রত করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন