মাদ্রাসা বোর্ড ২০২৫: এক ক্লিকে সকল শ্রেণির NCTB বই ডাউনলোড করুন




নতুন শিক্ষাবর্ষ মানেই নতুন বই হাতে পাওয়ার আনন্দ। তবে ২০২৫ সালে দেশের সব মাদ্রাসায় সময়মতো বই পৌঁছানো সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছর প্রায় ৪০ কোটির বেশি বই ছাপা হলেও প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ই-বুক বা পিডিএফ একটি কার্যকর বিকল্প। বই হাতে পাওয়ার অপেক্ষায় না থেকে ই-বুক ডাউনলোড করে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এখানে ইবতেদায়ি ১ম  থেকে দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইয়ের পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলো।

কেন ই-বুক ডাউনলোড করবেন?

১.সহজলভ্যতা: মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটে যেকোনো সময় পড়ার সুযোগ।
২. অপেক্ষার অবসান: বই হাতে পাওয়ার আগে পড়াশোনা শুরু করা যাবে।
৩. প্রিন্ট সুবিধা: প্রয়োজনীয় অংশ প্রিন্ট করে নেওয়া যায়।
৪. পরিবেশবান্ধব: কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষা করা সম্ভব।

গুগল ড্রাইভ থেকে বই ডাউনলোডের পদ্ধতি:

ধাপ ১:

প্রথমে বইটির ডাউনলোড লিংকে ক্লিক করুন। এটি আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে, যেখানে আপনার পছন্দের বইটির পিডিএফ ফাইলটি ওপেন হবে।

ধাপ ২:

বইটি গুগল ড্রাইভে ওপেন হলে, আপনি সহজেই পিডিএফ ফাইলটি দেখতে পারবেন।

ধাপ ৩:

গুগল ড্রাইভের উপরের ডান দিকে একটি তিনটি ছোট ডট (মেনু) চিহ্ন থাকবে। সেখানে ক্লিক করুন।

ধাপ ৪:

মেনু থেকে "ডাউনলোড" অপশনটি নির্বাচন করুন। এরপর বইটি আপনার ডিভাইসে ডাউনলোড হতে শুরু করবে।

ধাপ ৫:

ডাউনলোড সফলভাবে সম্পন্ন হলে, আপনি আপনার ডিভাইসের ডাউনলোড ফোল্ডারে বইটি খুঁজে পাবেন এবং সেখান থেকে পড়া শুরু করতে পারবেন।

সরাসরি ডাউনলোড লিংক

ইবতেদায়ী প্রথম শ্রেণি: [ডাউনলোড করুন]
ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণি: [ডাউনলোড করুন]
ইবতেদায়ী তৃতীয় শ্রেণি: [ডাউনলোড করুন]
ইবতেদায়ী চতুর্থ শ্রেণি: [ডাউনলোড করুন]
ইবতেদায়ী পঞ্চম শ্রেণি: [ডাউনলোড করুন]
দাখিল ষষ্ঠ শ্রেণি : [ডাউনলোড করুন]
দাখিল সপ্তম শ্রেণি : [ডাউনলোড করুন]
দাখিল অষ্টম শ্রেণি : [ডাউনলোড করুন]
দাখিল নবম-দশম শ্রেণি : [ডাউনলোড করুন]

যেসব শিক্ষার্থী এখনো বই হাতে পায়নি, তারা দ্রুত পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা চালিয়ে যান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন