জকিগঞ্জে এসএসসিতে ফেল বেড়েছে


২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জকিগঞ্জ উপজেলায় পাসের হার কমেছে এবং ফেল ও জিপিএ-৫ প্রাপ্তির হারেও পরিবর্তন দেখা গেছে। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ৩০৯৪ জন, যার মধ্যে পাস করেছে ১৮৬০ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬০.১২ শতাংশ। অন্যদিকে ফেল করেছে ১২৩৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৮ শতাংশ।

গত বছরের তুলনায় ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ২০২৪ সালে জকিগঞ্জে মোট পরীক্ষার্থী ছিল ২৮৩২ জন, এর মধ্যে পাস করেছিল ১৯১০ জন, পাসের হার ছিল ৬৭.৪৬ শতাংশ এবং ফেল করেছিল ৯২২ জন (৩২.৫৪%)। ফলে এ বছর পাসের হার কমেছে ৭.৩৪ শতাংশ পয়েন্ট এবং ফেল বেড়েছে ঠিক ততটাই।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১১ জন, পাসের হার ৮৮.৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল। তাদের ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে, পাসের হার ৭৭.৯২ শতাংশ।

তবে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন, পল্লীশ্রী স্কুলে। এখানে ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯১ জন। পাসের হার ৪৭.৬৪ শতাংশ এবং ফেল করেছে ১০০ জনের বেশি শিক্ষার্থী, যা জকিগঞ্জের মধ্যে সর্বোচ্চ ফেলসংখ্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

সবমিলিয়ে, এ বছর জকিগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের তুলনায় কিছুটা পিছিয়েছে।

উবেদুল্লাহ তালুকদার / সবুজ প্রান্ত ডটকম 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন