জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জের থানাবাজারে ব্যতিক্রমধর্মী এক ঘটনা ঘটেছে। আলোর মেলা আইডিয়াল স্কুলে শিক্ষার্থীর হামলায় দুই শিক্ষক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে, পরীক্ষা চলাকালীন সময়ে।
স্কুল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছাত্রের সঙ্গে ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার বিষয়ে দুই শিক্ষকের কথাকাটাকাটি ও হালকা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অফিসে ডেকে মীমাংসা করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা শিক্ষকদ্বয়ের কাছে ক্ষমাও চায়।
কিন্তু কিছু সময় পর মিজানুর রহমান ছাদিক নামে এক শিক্ষার্থী তার পিতা সেলিম আহমদকে সঙ্গে নিয়ে স্কুলে ফেরত আসে। এ সময় ঘেচুয়া গ্রামের নাহিদ আহমদ সহ তার আরো কয়েকজন সহপাঠীও ছিল। জানা যায়, স্থানীয় জামায়াত নেতা পরিচয়ধারী সেলিম আহমদ ও তার ছেলে এবং নাহিদ আহমদ দেশীয় অস্ত্রসহ ক্লাসরুমে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এতে দুই শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন। হামলা ঠেকাতে গিয়ে আহত হন এক শিক্ষার্থীও।
ঘটনার পর স্কুল ম্যানেজিং কমিটির এক জরুরি বৈঠকে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ দাবি করেছেন।