আজ বৃহস্পতিবার, ২৩ মে ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী লঘুচাপের প্রভাব ক্রমশ বাড়ছে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ইতোমধ্যেই মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি বাংলাদেশের দিকে আরও অগ্রসর হওয়ার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। আগামী ২৭ মে ২০২৫-এর দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আজকের দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০%। ঢাকায় বাতাস দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে।
আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকায় সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ১২ মিনিটে সূর্যোদয় ঘটবে।