নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত কিশোর ওয়াহিদুজ্জামান শাওন (১৭) ঐ গ্রামের আতাউর রহমান মুহরি (আতাই মরিব) এর দ্বিতীয় পুত্র।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, শাওনের ঘরের আইপিএসের ব্যাটারির ভেতরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি বের করতে গিয়ে অসাবধানতাবশত ব্যাটারির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শাওন চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
মরহুমের জানাজার নামাজ শনিবার (২৪ মে) সকাল ১১টায় ঈদগাহ বাজার ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।