জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়িত “টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি” (TLCC) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব জকিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, টিএলসিসির রিজিওনাল কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, সেইফগার্ড স্পেশালিষ্ট ইসমাইল হোসেন, প্রকৌশলী উদয়ন চাকমা।
সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা পৌর এলাকার প্রধান প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা, রাস্তার বেহাল দশা, সড়কবাতির অভাব, পৌর বাজারের শৃঙ্খলার অভাব, ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকা ইত্যাদি বিষয় তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পৌর কর আদায় এবং নাগরিক সেবার ডিজিটালাইজেশন নিয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, “পৌরবাসীর জীবনমান উন্নয়নে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, তবে বাজেট ও জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে চাই।”
পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, এই সভার মূল লক্ষ্য হলো পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের পথ খোঁজা। স্থানীয় সরকার বিভাগ ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা উন্নয়নের ধারা আরও বেগবান করতে পারব বলে আশাবাদী।”
সভা শেষে অংশগ্রহণকারীরা স্ব স্ব ওয়ার্ডের সমস্যার লিখিত প্রতিবেদন জমা দেন এবং সমাধানের সুপারিশ প্রদান করেন।