সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মো: সায়েম আহমদ (২২)। তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা এবং সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সড়কের দুবাগ ইউনিয়নের শেওলা সেতু উপকণ্ঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কলেজে পড়াশোনার পাশাপাশি সায়েম চারখাই এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান "নলেজ একাডেমি"তে খণ্ডকালীন কাজ করতেন। সেখান থেকে কলেজে ফেরার পথে সহপাঠীসহ মোটরসাইকেলে আসছিলেন তিনি। শেওলা সেতু এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সায়েম মোটরসাইকেলের মাঝখানে বসা ছিলেন, ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা সহপাঠী গুরুতর আহত হন, যাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। সায়েমের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনরা।
ঘটনার পর বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।