জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ঘটনার পর পুলিশ তার ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও ভাতিজা হাকিম আহমদ (২৩) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানি নিষ্কাশন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বাবুল ও হাকিম মিলে সিরাজুল ইসলামকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।