সমিত–মোরসালিনকে নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ লাইভ

নিজস্ব প্রতিবেদক :

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নতুন ছকে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন, আর প্রথমবারের মতো বড় ম্যাচে সুযোগ পাচ্ছেন সমিত শোম। তবে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।

দলের সবচেয়ে আলোচিত নাম এখনও হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে তাঁর জোড়া গোল সমর্থকদের আশাকে আরও উঁচুতে তুলেছে। জাতীয় দলের সপ্তম ম্যাচে আজ আবারও মধ্যমাঠে তাঁর দায়িত্ব থাকবে সবচেয়ে বেশি। ভারতের মাঠে প্রথম দেখায় গোলশূন্য ড্র করা বাংলাদেশ এবার ঘরের মাঠে আরও ভালো ফল চাইছে। সেই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছিল হামজার।

আজ বাংলাদেশের একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন মিতুল মারমা। রক্ষণভাগে খেলবেন তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। মাঝমাঠে থাকছেন সমিত শোম, হামজা চৌধুরী, সোহেল রানা ও মোরসালিন। আক্রমণভাগে দায়িত্ব সামলাবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আজ জয় তুলে নেওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন