সিলেট নগরীর নবাব রোডে দিনে-দুপুরে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ এবং প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এলজিইডি অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত প্রতিরোধে অপহরণচেষ্টা ও ছিনতাই ব্যর্থ হয়।
ঘটনার শিকার ছাত্রের পিতা লালাদীঘিরপারের বাসিন্দা ফাহিমুল ইসলাম সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শেখ লাবীব বিন ফাহিম মদীনা মার্কেটের সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে বাসায় ফেরার পথে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী গাড়ির গতিরোধ করে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে এবং ব্যবহৃত প্রাইভেট কার ছিনতাইয়েরও চেষ্টা চালায়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজেও দেখা গেছে—আগে থেকেই ওঁত পেতে থাকা একদল যুবক গাড়ির পথরোধ করে হামলার মাধ্যমে ছাত্রটিকে তুলে নেওয়ার চেষ্টা করছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
