আজকের বাজারে স্বর্ণের দাম কত - ১৮ নভেম্বর ২০২৫

১৮ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম

দেশের বাজারে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন কোনো সমন্বয় ঘোষণা না করায় শনিবার (১৫ নভেম্বর ২০২৫) ঘোষিত দামই কার্যকর রয়েছে। ফলে সব ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম পূর্বের অবস্থানেই বহাল থাকছে।

‎সর্বশেষ ঘোষিত সমন্বয় অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, যা সম্প্রতি ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল। তবে আজকের বাজারে এই দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। এছাড়া অন্য ক্যারেটেও দাম অপরিবর্তিত রয়েছে

‎আজকের বাজারে স্বর্ণের দাম ( ভরি প্রতি)

ক্যারেট                              দাম (ভরি)
২২ ক্যারেট                            ২,০৮,২৭২ টাকা
২১ ক্যারেট             ১,৯৮,৮০১ টাকা
১৮ ক্যারেট ১,৭০,৩৯৯ টাকা
সনাতন পদ্ধতি ১,৪১,৭১৮ টাকা
বাজুসের নিয়ম অনুযায়ী, ঘোষিত ভরিতে স্বর্ণের দামের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন