বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার




জহিরুল ইসলাম সানি, দোয়ারাবাজার


সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আরিফুল ইসলাম জুয়েলকে পূর্বে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সাম্প্রতিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

আরিফুল ইসলাম জুয়েল বর্তমানে বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি এবং পেস্কারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছালাম ফিরোজের যোগ্য সন্তান তিনি। ২০১৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ সালে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দাবি করেন—তিনি নির্বাচিত হলেও ক্ষমতাসীনদের প্রভাবে তার বিজয় ‘ছিনিয়ে নেওয়া’ হয়। পরবর্তীতে দল তাকে বহিষ্কার করলেও তিনি দলীয় হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এখন থেকে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বরাবরে পাঠানো হয়েছে।

কেন্দ্রের এ সিদ্ধান্তকে তৃণমূল নেতৃবৃন্দ ‘সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন