জুড়ীতে আল-ইসলাহ সমর্থিত প্রার্থী মুফতি বেলাল আহমদের জনসংযোগ


জুড়ী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র এমপি প্রার্থী এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে জনসংযোগ করেছেন।

রবিবার দুপুরে তিনি বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।

জনসংযোগের এক পর্যায়ে মুফতি বেলাল আহমদ বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে মাঠে থাকবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নয়—জনগণের আস্থাই আমার বড় শক্তি।

এ সময় আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন