মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

 

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত এটিই প্রথম রায়।

‎সোমবার দুপুরে ( ১৭ নভেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ‘শেখ হাসিনা মামলার রায়’ ঘোষণা করে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ছয় অংশে সাজানো ৪৫৩ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন।

‎রায়ে বলা হয়, আন্দোলন দমনের সময় নির্বিচারে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড প্রমাণিত হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

‎এ মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষে সহযোগিতা করায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

‎শেখ হাসিনা মামলার রায় ঘোষণার সময় আদালতকক্ষে জুলাই–অগাস্টে নিহত কয়েকজনের পরিবার উপস্থিত ছিলেন।

‎রায়ে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেছে—

‎“নৃশংস হত্যাকাণ্ডের দায় প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি ছাড়া ন্যায়বিচার পূর্ণ হবে না।”

‎গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংস দমন–পীড়নে বহু মানুষের মৃত্যু ঘটে বলে অভিযোগ উঠে।

‎এই ঘটনাগুলোকে ঘিরেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, যৌথ অপরাধ পরিকল্পনা সহ পাঁচ ধরনের অভিযোগ এনে তিনজনকে আসামি করা হয়।

‎চলতি বছরের ১ জুন আদালত শেখ হাসিনার রায় বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন