শাবিপ্রবির বাংলা বিভাগে যোগ দিলেন জকিগঞ্জের গোলাম রাব্বানী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজলের কৃতি শিক্ষার্থী গোলাম রাব্বানী। এ খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের হওয়া বইছে।

‎বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার মাধ্যমে নতুন দায়িত্বে যাত্রা শুরু করেন গোলাম রাব্বানী। তিনি শাবিপ্রবির বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। গবেষণা ও প্রবন্ধ প্রকাশনা ছাড়াও দেশ-বিদেশের নানা একাডেমিক কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

‎এর আগে তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং পরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

‎গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, “একই এলাকার দুই সন্তান শাবিপ্রবিতে শিক্ষকতা করছেন এটি আমাদের জন্য গর্বের। গোলাম রাব্বানীর এই সাফল্যে সবাই আনন্দিত।”

‎তিনি জানান, গোলাম রাব্বানীর পাশের বাড়ির সন্তান জসির আহমদ শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আগে থেকেই কর্মরত আছেন।

‎গোলাম রাব্বানীর পরিবার স্থানীয়ভাবে শিক্ষাবৃত্তির জন্য পরিচিত। তাঁর বাবা মরহুম মাওলানা ক্বারি আব্দুল হাসিব নোমানি ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পরিবারে আরেক ভাই ডা. গোলাম কিবরিয়া জকিগঞ্জের রাবেয়া খাতুন জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

‎গোলাম রাব্বানীকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, জসির আহমদ ও গোলাম রাব্বানী দুইজনই এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শিগগিরই তাদের সম্মানে সংবর্ধনার উদ্যোগ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন