বাংলাদেশ–ভারত ম্যাচে মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

 

মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
ছিবি : সংগ্রহকৃত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত শুরুর পর লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ তম মিনিটেই রাকিব হোসেনের দারুণ দৌড় ও নিখুঁত ক্রস থেকে সুযোগ তৈরি করেন শেখ মোরসালিন। তাঁর নিচু শট ভারতের জালে ঠাঁই পেলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজরা।

মঙ্গলবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াইয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা ছিল শুরুতেই গোল, আর সেই কাজটাই করে দেখালেন মোরসালিন। ম্যাচের প্রথম দিক থেকেই রাকিবের গতি আর মোরসালিনের পজিশনিং ভারতের রক্ষণে চাপ তৈরি করতে থাকে।

ভারত সমতা ফেরাতে ওঠানামা করলেও মাঝমাঠে চাপ ধরে রেখে খেলে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও সোহেল রানার সমন্বয়ে বল দখলেও সুবিধা করছে স্বাগতিকরা। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলাদেশের এই দ্রুত গোল ম্যাচে নতুন উত্তেজনা যোগ করেছে।

বাছাইপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝিতেই লিড নেওয়ায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত স্কোরলাইন বাংলাদেশ ১–০ ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন