মনোহরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 


গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি উপস্থাপন, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি। সভায় উপজেলার সব ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রমের অগ্রগতি, মামলা গ্রহণ–শুনানি–নিষ্পত্তির বর্তমান অবস্থা, মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং মনিটরিং কার্যক্রম আরও জোরদারের সুপারিশ উপস্থাপন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন— “গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের সমন্বয়, দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি গ্রাম আদালত কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন