মৌলভীবাজারে বিদেশি সিগারেট, জিরা,প্রসাধনীসহ এক যুবক আটক

মৌলভীবাজারের প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা ও প্রসাধনী জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পালসহ পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় টিকরিয়া (চকগাঁও) এলাকার আব্দুল কাইয়ুম (২০) নামে এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুন : মালয়েশিয়ায় সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের মৃত্যু

আরও পড়ুন : জগন্নাথপুরে ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীকে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

পুলিশ জানায়, অভিযানে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা ১২০ কৌটা নিভিয়া ক্রীম এবং ৫ বস্তা (প্রায় ১৫০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা।

ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া কাইয়ুম ও তার সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য এনে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠাত। জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ পণ্য আমদানির প্রবণতা দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও স্থানীয়ভাবে চোরাচালান চক্রের সক্রিয়তা কমছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন