দোয়ারাবাজারে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু


প্রতীকী : ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলাধুলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কুশিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কুশিউড়া গ্রামের দুই শিশু, রাহিম (৭) ও মোহাম্মদ (৮) বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর তারা সাঈদ মিয়ার বাড়ির পাশের পুকুরের ধারে যায় এবং অসাবধানতাবশত সাইকেলসহ পানিতে পড়ে যায়।

আরও পড়ুন : জগন্নাথপুরে ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীকে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী পুকুরে তাদের দেখতে পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রাহিম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং মোহাম্মদ একই গ্রামের মহিউদ্দিনের ছেলে। তারা দু’জনই প্রতিবেশী ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, “ঘটনাটি নিছক দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সুনামগঞ্জের গ্রামীণ এলাকায় জলাশয়ের পাশে শিশুদের খেলা করতে গিয়ে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, পুকুর ও জলাশয়ের আশপাশে নিরাপত্তা বেড়া দেওয়া এবং শিশুদের সচেতন করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

রাহিম ও মোহাম্মদের মৃত্যুতে কুশিউড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভেঙে পড়েছে পুরো এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন