মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
১২ ও ১৩ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের আইন, কাঠামো, মামলা গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়াসহ আদালতের কার্যকর পরিচালনা বিষয়ে সেশন পরিচালনা করেন গ্রাম আদালত বিষয়ক ডিআরটি সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন— “গ্রাম আদালত হচ্ছে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব।”
প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে জেলা প্রশাসন, মৌলভীবাজার।
