আজকের সম্মাননা, আখিরাতের মুক্তির প্রেরণা – মঞ্জুরুল করিম মহসিন


জুড়ী প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সভাপতি মঞ্জুরুল করিম মহসিন বলেছেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের সন্তুষ্টি অর্জন। তিনি বলেন, “দুনিয়াবি সফলতা যেমন প্রশংসনীয়, তেমনি আখিরাতের মুক্তি ও জান্নাত অর্জন হলো হাজার গুণ বড় সফলতা। সত্যিকারের মুমিন সেই ব্যক্তি, যিনি মৃত্যুর পরও তার আমল ও খেদমতের মাধ্যমে মানুষকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করায়।”

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জুড়ী শহরের এম.জেড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জুড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলিম ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল করিম মহসিন এসব কথা বলেন।

উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খন্দকার শামিম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি জামাল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিবান আহমদ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা সাবেক সভাপতি ম. কামরুল ইসলাম, সহ-সভাপতি বেলাল হোসাইন, লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এ সামাদ পারভেজ, সহ-প্রচার সম্পাদক মাওঃ সালাউদ্দিন আহমদ, ফেব্রিকন ফ্যাশন জুড়ী শাখার স্বত্বাধিকারী ফয়জুর রহমান, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওঃ শাহাব উদ্দিন শিহাব, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ জামাদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম, সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল আমিন, স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মীরা।

পরিশেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন