দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় ছুরিকাঘাত


শাহ্ মাশুক নাঈম,

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এক সৌদি প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় প্রতিবেশীর হাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরই আহত সৌদি প্রবাসী ইব্রাহিম খলিল (৩৫) দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ আলী (ওরফে মইদর আলী)-এর পুত্ররা—মোঃ আবুল কাশেম (৫০), মোঃ খুর্শেদ আলম (৪০), মোঃ আবুল হাসেম (২২) ও তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৪০)—দীর্ঘদিন ধরে ইব্রাহিম খলিলের বসতভিটের জমি দখলের চেষ্টা করছিল। শনিবার তারা ধারালো দা, লোহার রড ও লাঠিসাঠা নিয়ে খলিলের বাড়ির দক্ষিণ সীমানায় প্রবেশ করে।

ইব্রাহিম খলিল প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করে এবং লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় আবুল হাসেম তার হাতে থাকা ছুরি দিয়ে খলিলকে বুকে আঘাত করে গুরুতর জখম করে।

খলিলের ছোট ভাই বেলায়েত হোসেন (ওরফে বিল্লাল) আহতকে রক্ষা করতে এগিয়ে আসলে, তাকে ও লাঠি দিয়ে মারপিট করে জখম করা হয়। আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন