জকিগঞ্জে মাদক মামলায় স্থানীয় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মৃত নূর আহমদ চিশতীর পুত্র এবং এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ নভেম্বর) গভীর রাতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এনাম চিশতীকে তার বাসার পাশের একটি অফিস কক্ষ থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মামলা রয়েছে—জকিগঞ্জ থানার মামলা নং ০৪, তারিখ ০৭/০৯/২০২৫, ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০ (ক)/৪১। ওই মামলাতেই তাকে এবার গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। পূর্বের মামলার ভিত্তিতেই খাজা এনামুল হাসান চিশতীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এনাম চিশতী দীর্ঘদিন ধরে এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন।
