প্রশাসন ও জনপ্রতিনিধির উপস্থিতিতে গ্রামবাসীর রাস্তা উন্মুক্ত

৭ শতক জমি দান করে সৈয়দ তালিম হোসেনের মানবিক দৃষ্টান্ত


কুলাউড়া প্রতিনিধি

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নিজের সাত শতক জমি জনস্বার্থে দান করে একটি রাস্তা উন্মুক্ত করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তালিম হোসেন। এতে বনগাঁও-২ গ্রামের হাজারো মানুষের যাতায়াতের পথ সুগম হয়েছে।

নতুনভাবে উন্মুক্ত হওয়া রাস্তা দিয়ে এখন বনগাঁও-২ গ্রামের মানুষ সরাসরি কুলাউড়া-রাঙ্গিছড়া-কালিটি চা-বাগান সড়কে চলাচল করতে পারবেন। এ খবরে এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে।

জনস্বার্থে রাস্তা উন্মুক্ত করা এবং মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সৈয়দবাড়ী নতুন গেইটের শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, সাবেক মহিলা চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, মরহুম সৈয়দ আবুল হোসেনের জামাতা সমাজসেবক মোহাম্মদ ইসলাহ উদ্দিন জোয়ারদার ও চান মিয়া, সাংবাদিক আলাউদ্দিন কবির এবং ইউনিয়ন যুবদল আহবায়ক রাহেল মিয়া।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বনগাঁও-২ জামে মসজিদের খতিব হাফিজ জুবেল আহমদ।
অধ্যাপক মো. শাহজাহান বলেন, “জনগণের কল্যাণে সৈয়দ তালিম হোসেন যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া বলেন, “এই পরিবারের দানশীলতা দীর্ঘদিনের ঐতিহ্য। রাস্তা দান করে সৈয়দ তালিম হোসেন সেই ঐতিহ্যেরই উত্তরাধিকার।”

ব্যবসায়ী ও সমাজকর্মী সৈয়দ তালিম হোসেন শৈশব থেকেই মানবসেবায় নিবেদিত। বৃক্ষপ্রেমী হিসেবে মিডিয়াঙ্গনে তার আলাদা পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি সিলেটের শাহপরানে ব্যবসা করছেন। তবে জন্মভূমির প্রতি টান থেকেই তিনি গ্রামের মানুষের জন্য কাজ করছেন।

উল্লেখ্য, উন্মুক্ত হওয়া রাস্তাটি বনগাঁও-২ গ্রামের একমাত্র চলাচলের পথ। আগে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে নিয়ে যেতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সেই কষ্টের অবসান ঘটেছে।

১৯৯৬ সালে ইন্তেকাল করা মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের স্মরণে ‘সৈয়দ বাড়ির নতুন গেইট’-এর উদ্বোধনও করা হয় এদিন। রাস্তাটি ও গেইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিয়েছেন দাতা পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন