জকিগঞ্জে প্রবাসী পরিবারে নিরাপত্তাহীনতা: নারী-শিশুরা আতঙ্কে, প্রশাসনের দৃষ্টি কামনা


নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ


সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের প্রবাসী সোহেল আহমদের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে।
একদিকে মামলা চলমান, অন্যদিকে লাগাতার হুমকি-ভয়ভীতি ও অপপ্রচার—সব মিলিয়ে পরিবারটি আজ দিশেহারা।

সোমবার (৩ নভেম্বর) জকিগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী, মা ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে তাদের ভয়ের কথা তুলে ধরেন।
তারা অভিযোগ করেন, “প্রতিদিন নতুন হুমকি আসে। নারী-শিশুরাও এখন ঘর থেকে বের হতে ভয় পায়।”

পরিবারের সদস্য তোফায়েল আহমদ জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে শরিফগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। পরে আনন্দপুর গ্রামের হারু মিয়ার বাড়ির পাশে ধানের মাঠে ফেলে যায়। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এই ঘটনার পর ১১ অক্টোবর তোফায়েল আহমদ বাদী হয়ে ৯ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং–৪/২০২৫)। তবে অভিযোগ রয়েছে, আসামিরা জামিনে বের হয়ে এসে নিয়মিতভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।

সর্বশেষ গত ৩১ অক্টোবর রাতে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী ওই পরিবারের বাড়িতে প্রবেশ করে তোফায়েল ও তার চাচাতো ভাই আহমদ আলীর নাম ধরে ডাকতে থাকে। ঘরে না থাকায় তারা দরজা ভাঙার চেষ্টা করে এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায়— সময়ের মধ্যে আপোষ না হলে পরিবারের একজনকে হত্যা করা হবে।”

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী নাজিরা আক্তার বলেন, “আমি ও আমার মেয়ে এখন ভয়ে রাতে ঘুমাতে পারি না। জানি না, কোন দিন কী হয়ে যাবে!”

প্রবাসীর মা রুসনা বেগমের চোখে পানি, তিনি বলেন, “নাতি-নাতনিরা এখন স্কুল-মাদ্রাসায় যেতে চায় না। আমরা দিনরাত ভয়ে থাকি।”

পরিবারটি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে— সত্য তুলে ধরে তাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন