জকিগঞ্জ প্রতিনিধি
কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩ নভেম্বর) সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সমিতির কেন্দ্রীয় কমিটির সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালকের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে ফার্মেসি বন্ধ রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিষয়ে জকিগঞ্জ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্য মনজুর আহমদ সেলিম (সেবা ফার্মা, হাসপাতাল গেইট, জকিগঞ্জ) জানান, “কেন্দ্রীয় পর্যায়ে ইতিবাচক আলোচনা হওয়ায় আগামীকাল ফার্মেসি বন্ধ থাকবে না। সকল সদস্যকে নিয়মিতভাবে ফার্মেসি খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।”
তিনি সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবসময় রোগীদের সেবা ও ওষুধ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
