রাজনগর প্রতিনিধি
জাতিসংঘের দ্বিতীয় সোস্যাল সামিট-২০২৫ কভার করতে কাতারের দোহায় যাচ্ছেন রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান সোহেল এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি তুহিনুর রশীদ।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট থেকে ঢাকা হয়ে দোহা অভিমুখে রওনা হন।
সাংবাদিক মাওলানা আব্দুর রহমান সোহেল ও তুহিনুর রশীদ জানান, জাতিসংঘের সোস্যাল সামিটের সংবাদ সংগ্রহ শেষে তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কাতারের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। সপ্তাহখানেক পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রথম সোস্যাল সামিট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালের ৬ থেকে ১২ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে। সে সময় দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সংহতি বৃদ্ধিসহ সামাজিক উন্নয়নের তিনটি মৌলিক লক্ষ্য নির্ধারণ করা হয়।
কাতারে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সামিটে কোপেনহেগেন ঘোষণা ও কর্মসূচির প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নের গতি বৃদ্ধি করাই হবে আলোচনার মূল বিষয়।
