স্বপ্ন ছুঁতে প্রবাসযাত্রা: ইছামতির কৃতি ছাত্র আকতারুজ্জামানকে বিদায়ী ভালোবাসা



স্টাফ রিপোর্ট 


স্বপ্ন, মেধা আর নিষ্ঠার অনন্য সমন্বয়ে গড়া এক তরুণের নাম মাওলানা মো. আকতারুজ্জামান। দৃঢ় প্রত্যয় আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে তিনি এগিয়ে চলেছেন জীবনের নতুন অধ্যায়ে—আমেরিকার পথে। এই প্রবাসযাত্রাকে ঘিরে শনিবার (১ নভেম্বর) জকিগঞ্জের ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলুম কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা।

মাদরাসার হবিবিয়া ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসগামী মাওলানা আকতারুজ্জামানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সহপাঠী ও শিক্ষার্থীরা আবেগভরে বলেন— “যিনি ছাত্রজীবন থেকেই দায়িত্বশীলতা, সততা ও মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনিই একদিন দেশের গৌরব হয়ে উঠবেন।”

বক্তারা আরও বলেন, মাওলানা আকতারুজ্জামান শুধু একজন ছাত্র নন, তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক। জকিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকার এক তরুণ আজ বিশ্বমঞ্চে পদার্পণ করছেন—এ গর্ব সমগ্র ইছামতি পরিবারের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবিয়া ছাত্র সংসদের ভি.পি আহমদ হোসাইন আইমান, সহ-সভাপতি মো. মিছবাহ উদ্দিন চৌধুরী, জি.এস মো. মাজহারুল ইসলাম চৌধুরী, তাহমিদুর রহমান চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, আমান আহমদ, সাফওয়ান আহমদ প্রমুখ।

অদম্য এই তরুণের শিক্ষাযাত্রা শুরু হয় ভটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শৈশবেই তাঁর মেধা, ভদ্রতা ও শালীন আচরণে মুগ্ধ হন বিদ্যালয়ের শিক্ষকরা। পঞ্চম শ্রেণি শেষে পরিবারের পরামর্শে তিনি ভর্তি হন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসায়।

২০০৫ সালে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়ে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি অগ্রসর হন। দীর্ঘ অধ্যবসায় ও নিষ্ঠার ফসল হিসেবে ২০২২ সালে হাদীস বিভাগে কামিল পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি হবিবিয়া ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে অসংখ্য কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।

ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও তাঁর অবদান অনুকরণীয়। হযরত শাহ কাছিম (রহ.) ইসলামি যুব সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সাল থেকে আজ পর্যন্ত তাঁর মেধা, পরিশ্রম ও নেতৃত্বে সংগঠনের কার্যক্রম প্রাণবন্তভাবে চলছে—আলহামদুলিল্লাহ।

এছাড়াও তিনি বৃহত্তর তোপখানা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দেশ-বিদেশের প্রবাসীদের সহযোগিতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সংগঠনের কার্যকর তহবিল গঠনে অন্যতম ভূমিকা রাখছেন মো. আকতারুজ্জামান।

তাঁর মানবিক কর্মকাণ্ডের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনের প্রতিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বড় কোনো আয়োজন হলে তিনি প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তা সম্পন্ন করে আসছেন।

ধর্মীয় পরিমণ্ডলেও তাঁর দায়িত্বশীল উপস্থিতি প্রশংসনীয়। তোপখানা জামে মসজিদ ও দক্ষিণ বাল্লাহ বায়তুল মামুর জামে মসজিদের কার্যকরী কমিটির সদস্য হিসেবে তিনি দারুল কিরাতের শাখা প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন এবং প্রধান ক্বারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ক্লিন মুভমেন্ট জকিগঞ্জ, উত্তরণ লেখক ফোরাম সিলেট, বন্ধু ফোরাম জকিগঞ্জ, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি ও কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

মেধা, মনন ও মানবিকতায় তিনি আমাদের সমাজের এক উজ্জ্বল উদাহরণ। আজ তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য পরিবারের কাছে আমেরিকা চলে যাচ্ছেন। তাঁর এই যাত্রা যেন হয় আলোকিত জীবনের নতুন সূচনা—এই প্রার্থনাই সকলের।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন