রসুলপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, কৃষিকাজে বাধা — জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে পিছু হটল বাহিনী


জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সবজিক্ষেতে কাজ করা কৃষকদের কাজে বাধা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তবে সচেতন জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে রসুলপুর গ্রামের কৃষকরা তাদের সবজিক্ষেতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য হঠাৎই সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। তারা কৃষকদের কাজ বন্ধ করতে বলেন এবং জমির কিছু বাঁশ-কোঠা ও স্থাপনা ভেঙে দেন।

বিষয়টি মুহূর্তের মধ্যেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী দলমত নির্বিশেষে ঘটনাস্থলে ছুটে যান এবং ঐক্যবদ্ধভাবে বিএসএফ সদস্যদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে জনতার দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার পর স্থানীয়রা বলেন, “আমাদের জমিতে বিদেশি বাহিনীর প্রবেশ মেনে নেওয়া যায় না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের ভূমি রক্ষা করব।” তারা বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি করেন।

এদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে পতাকা বৈঠক চলছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ঘটনা প্রমাণ করেছে— দেশের ভূমি ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন