সিলেটে ইউনিয়ন চেয়ারম্যানদের ২ দিনের প্রশিক্ষণ শুরু

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে ২ থেকে ১০ নভেম্বর পর্যন্ত, তিন ধাপে সিলেটের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অংশগ্রহণে।

প্রথম ধাপে ওসমানীনগর, বিয়ানীবাজার, গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলার ২৯ জন চেয়ারম্যান ২-৩ নভেম্বর প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। দ্বিতীয় ধাপে ৪-৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বালাগঞ্জ, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা ও কানাইঘাট উপজেলার ২৯ জন চেয়ারম্যানের প্রশিক্ষণ। তৃতীয় ও শেষ ধাপে ৯-১০ নভেম্বর অংশ নেবেন তেঁতুলিয়া, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, জকিগঞ্জ ও সিলেট সদর উপজেলার ২৫ জন চেয়ারম্যান। প্রশিক্ষণ কর্মসূচিটি সিলেট জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে গ্রাম আদালতের আইন, ২০০৬ ও বিধিমালা ২০১৬ বিষয়ে বিস্তারিত আলোচনা, চেয়ারম্যানদের দায়িত্ব ও এখতিয়ার, বিচারকার্য পরিচালনা, রায় বাস্তবায়ন, মামলা নিষ্পত্তি প্রক্রিয়া, নারীর অংশগ্রহণ, এবং গ্রাম আদালতের কার্যকরতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। এছাড়া সিলেটের সিনিয়র বিচারক, আইন বিশেষজ্ঞ, পুলিশ কর্মকর্তা ও ইউএনডিপি প্রতিনিধিরাও সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন (Post-test) ও সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদকে জনগণের নিকট আরও কার্যকর সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন