বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মো. ইসরাইল হোসেন এবং পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পিপিএম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন— সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাসুক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বকুল ও নির্বাহী সদস্য মো. আশরাফুল আলম আজাদ।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব জনাব মো. আবু তাহের পাটোয়ারীর স্বাক্ষরিত অবহিতকরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রাসঙ্গিক চিঠি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন আন্তরিকতার সঙ্গে চিঠিটি গ্রহণ করে সংগঠনের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একইভাবে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পিপিএম সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
