জকিগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার




জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিরশ্রী এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি এনামুল হক ওরফে সাবুকে গ্রেফতার করা হয়। তিনি কাদিরপুর (বড়পাথার) গ্রামের আব্দুল করিমের পুত্র।

এছাড়া পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন