গোয়াইনঘাটে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পণ্যসামগ্রী বিতরণ


গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সংগঠক আলীম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী।

এসময় আন্তর্জাতিক সংস্থা পাথফাইন্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির স্থিতিশীলতা কর্মকর্তা (রেজিলিয়েন্স অফিসার) সোহেল রানা।

সংস্থাটির ডব্লিউএলসিআর প্রকল্প (উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প) মূলত পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি (ফ্যামিলি ইনস্পায়ার্ড ভিলেজ ডেভেলপমেন্ট বোর্ড) এর মাধ্যমে সিলেটের চারটি উপজেলা ও সুনামগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল,২টি অগ্নিনির্বাপক যন্ত্র, ৫টি ময়লার ঝুড়ি, ২টি পানির ছাঁকনি (ফিল্টার), ১টি টর্চলাইট, ১টি প্রাথমিক চিকিৎসা বাক্স (ফার্স্ট এইড বক্স) এবং স্যানিটারি ন্যাপকিন।

এছাড়া একই দিন ফারুক আহমেদ কুনকিরী উচ্চ বিদ্যালয়েও এই দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সামগ্রী বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন