পুসাগ টেলেন্ট হান্ট-২০২৫ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের আহ্বান

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: 

দেশব্যাপী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের ছাত্র ও ছাত্রীদের জন্য আয়োজন করা হচ্ছে “PUSAG Talent Hunt-২০২৫” প্রতিযোগিতা। এটি আয়োজন করছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (PUSAG)। ২ নভেম্বর, রবিবার প্রকাশিত এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আহবান এবং তারিখ ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন গোয়াইনঘাট উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও নিবন্ধিত একাডেমীর ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে, স্থানে হবে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২৫।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে এবং প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বরত শিক্ষকরা শিক্ষার্থীদের সহযোগিতা করবেন। পুসাগের প্রতিনিধি শীঘ্রই সকল প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও উপকরণ সরবরাহ করবেন। রেজিস্ট্রেশন অফলাইনের পাশাপাশি অনলাইনে ও সম্পন্ন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশনের লিংক প্রার্থীদের জন্য কমেন্ট ও ডেস্ককিপশনে প্রদান করা হয়েছে।

সিলেট শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। যেকোনো প্রয়োজনে নির্ধারিত নাম্বারে যোগাযোগ করা যাবে বা অনলাইনে ফরম পূরণ করা যাবে।

পুসাগ আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা এবং আত্ম-অন্বেষণের সুযোগ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা বাস্তবায়নে শিক্ষাবৃত্তি সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত গোয়াইনঘাটের নাগরিকদের স্বেচ্ছাসেবী সংগঠন “Gowainghat Association of Michigan, USA।”

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য লিংক: https://forms.gle/dis2LyRPqFXiCFyV8

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:

রুবেল আহমদ (রাহী) – সভাপতি, পুসাগ, মোবাইল: 01580753278

ফখরুজ্জামান ফলিক – সাধারণ সম্পাদক, পুসাগ, মোবাইল: 01786-707320



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন