মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা কাজী মনজুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, “নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা পরিষদ’ গঠনের পরপরই এই হামলা চালানো হয়েছে।” তাঁরা অভিযোগ করেন, হামলার ঘটনায় মৌলভীবাজার জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব জাবেদ রহমানের অংশ রয়েছে।
জুলাই যোদ্ধা আব্দুস সালাম, বাবুল আহমদ, ফকরুল ইসলাম, ইমাজ আহমদ, কাজী মনিরসহ আরও অনেকে সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
