জকিগঞ্জে সুপারি চোরের দৌরাত্ম্য! রাতের আঁধারে ধরা পড়ল এক ‘সুপারি চোর’


জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে সুপারি মৌসুম এলেই সক্রিয় হয়ে ওঠে চোরচক্র। বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি ও পার্শ্ববর্তী আনন্দপুর গ্রামে সম্প্রতি একের পর এক সুপারি চুরির ঘটনায় গ্রামজুড়ে দেখা দিয়েছে চরম অস্থিরতা। আতঙ্কিত মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন নিজের বাগান ও বাড়িঘর।

সোমবার গভীর রাতে (২৯ অক্টোবর) পিল্লাকান্দি গ্রামের শামীম আহমদের বাড়ি থেকে সুপারি চুরির সময় কবির আহমদ নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয় স্থানীয়রা।

গ্রামের যুবক রাজু আহমদ বলেন, “দিনে পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। গতরাতে একজনকে আলামতসহ ধরা হয়েছে। প্রশাসন যদি কঠোর না হয়, চুরির ভয় কখনো কাটবে না।”

অন্যদিকে, পাশের আনন্দপুর গ্রামেও সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে। প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে সুপারি চুরি করতে গিয়ে চোরেরা গাছে ওঠার রশি, টর্চলাইট ও একটি জুতা ফেলে পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি থানায় জানাতে প্রস্তুতি নিচ্ছে।

বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন নসির বলেন, “সুপারি মৌসুমে এসব চোরেরা মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু সুপারি নয়—যানবাহন, কাপড়চোপড়, যা পায় তাই চুরি করে। চিহ্নিত কয়েকজন অপরাধী কারাগার থেকে ছাড়া পেয়ে ফের আগের পেশায় ফিরেছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, এসব চোরের অনেকেই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। ফলে গ্রামের মানুষ নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় চুরি-চামারি প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন