গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আলী (৩০), তিনি স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মোস্তফা মিয়া ও নুর হোসেনের মধ্যে। বুধবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মো. আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”