প্রবাসী বাংলাদেশিরা সবসময় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রেখেছেন : সিরাজুল ইসলাম শাহীন


লন্ডন প্রতিনিধি


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দাড়িপাল্লার প্রতিনিধি, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মাওলানা আনওয়ার হোসাইন খানের সমর্থনে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনে জকিগঞ্জ ফোরাম ইউকে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাঈফ উদ্দীন খালেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাসানাত চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসী বাংলাদেশিরা সবসময় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিলেট-৫ আসনের মানুষের ভাগ্যোন্নয়নে একজন সৎ, শিক্ষিত, আলেম ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন, যা মাওলানা আনওয়ার হোসাইন খান দিতে সক্ষম।”

তিনি আরও বলেন, “এলাকার শিক্ষা বিস্তার, ইসলামি মূল্যবোধের চর্চা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার সাঈফ উদ্দীন খালেদ বলেন, “সিলেট-৫ আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চিত্র পাল্টাতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ই হবে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অগ্রযাত্রার সূচনা।”

সভায় আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ ফোরাম ইউকে’র সহসভাপতি মাওলানা আব্দুর রব বেলাল, আফিস মৌসূফ, সদস্য এ.সি. আযাদ, আবিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক মিছবা উদ্দীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুনির আহমদ খান, সদস্য রাশেদুল হাসান, মুশতাক আহমদ ইশতিয়াক প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন