রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামদুলারী নুনিয়া।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান— সদস্য মো. মতিন মিয়া ও তার সহযোগী কয়েকজন ইউপি সদস্য দলীয় প্রভাব খাটিয়ে তাকে মানসিকভাবে হয়রানি করছেন। এছাড়া ট্রেড লাইসেন্স, উত্তরাধিকার সনদ ও প্রত্যয়নপত্র প্রদানের টাকা থেকে সচিবের কাছ থেকে জোরপূর্বক অর্থ নেওয়ারও অভিযোগ করেন তিনি।
রামদুলারী নুনিয়া আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্যানেল চেয়ারম্যান–২ হিসেবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর থেকে মতিন মিয়া বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হুমকি দিচ্ছেন এবং অপসারণের চেষ্টায় লিপ্ত রয়েছেন। সম্প্রতি ইউপি সদস্য আব্দুল আজিজকেও হুমকি দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি।
তার দাবি, মতিন মিয়া, আব্দুল আজিজ, মো. মশাহিদ মিয়া, মো. মন্নান খান ও আমিরুন বেগম মিলে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত প্রায় ৯২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন, “আমি বিএনপিতে যোগদানের পর থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
অভিযুক্ত ইউপি সদস্য মো. মতিন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “চেয়ারম্যানের আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নানা অনিয়মের প্রমাণ পেয়েছেন এবং দুটি তদন্ত কমিটি গঠন করেছেন।”
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, “টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত প্রক্রিয়া চলমান।”
