মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম. এ. মুহিতের নেতৃত্বে র্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস.আর. প্লাজা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র্যালিতে অংশগ্রহণে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।
শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত বলেন, “যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এ সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “যুবদলই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল থাকবো।”
অনুষ্ঠানে জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার এক উৎসবে।