সোনাপুর মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সফলের লক্ষে মতবিনিময় সভা
পৌনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা অডিটোরিয়ামে বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপদেষ্টা কমিটি, উপ-কমিটির দায়িত্বশীলবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের প্রথম যুগের ছাত্র ও প্রবীণ আলিমেদ্বীন শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদরাসার সাবেক কৃতি ছাত্র ও মাথিউরা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আলীম, সাবেক কৃতি ছাত্র বিশ্বনাথ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জব্বার, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম চৌধুরী (পানু), সাবেক কৃতি ছাত্র ভাটেরা কলেজের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু বিবেক বিহারী বিশ্বাস, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সাবেক শিক্ষক ও যুক্তরাজ্য প্রবাসী মো. মুদ্দাস্সির আলী, বেউর বালিকা দাখিল মাদরাসার মুহতামীম ক্বারী জামাল উদ্দিন এবং প্রবীণ শিক্ষক বাবু শুভ্রকান্তি দাস (চন্দন)।
বাস্তবায়ন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমামুন কয়ছর ও মাওলানা মো. নুমান আহমদ।
সভায় উপস্থিত ছিলেন জনাব মজমুল ইসলাম চৌধুরী, ফারুক আহমদ, মো. ইয়াছিন আলী, মো. আব্দুশ শাকুর, মো. ময়নুল হক, হাজী আব্দুল জলিল, মহিবুর রহমান, মো. আব্দুল বাছিত, মাসুক আহমদ, সেবুল আহমদ, মাওলানা মো. ফখর উদ্দিন, মাওলানা মো. মুহিব্বুর রহমান, ডা. আব্দুল হালীম, মো. আব্দুর রব, মো. ইসহাক আহমদ, মো. গিয়াস আহমদ, মাওলানা মো. আব্দুর রউফ, মো. সুলতান আহমদ, মাওলানা মো. বিলাল আহমদ, মাওলানা মো. ইমদাদুর রহমান, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্র মো. কামাল আহমদ, মো. জাফরান আহমদ, মো. ছায়াদ আহমদ মেম্বার, মো. আব্দুল মালিক, মো. শামসুজ্জামান, মো. গাউছুল আলম, মো. আলবাব হোসেন প্রমুখ।
সভা শেষে অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির প্রবাসী সদস্য মো. কামাল আহমদ (ফ্রান্স), মো. মুদ্দাস্সির আলী (যুক্তরাজ্য) ও মো. জাফরান আহমদ (আমেরিকা ফেরত)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাজেট বৃদ্ধি, কর্মসূচি প্রণয়ন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম অনুমোদন করা হয়।
