গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের দুর্যোগ পূর্বাভাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিইসিআর প্রোগ্রাম এর উদ্যোগে “দুর্যোগ পূর্বাভাস শক্তিশালীকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৩টি ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট যুব (RCY) সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা দুর্যোগকালীন পূর্বাভাস, প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো: নিজাম উদ্দিন ও গোয়াইনঘাট রেডক্রিসেন্টের যুবদলের নেতা আশিষ দাস সৌরভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্থ্য বিভাগের সিনিয়র ডি.আর.আর অফিসার মো: মঞ্জুরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রামের ব্যবস্থাপক মো: সাইদুল ইসলাম এবং সিলেট জেলা ইউনিটের ইউএলও মো: মিজানুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন