জকিগঞ্জে নিজ ঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় হারুনুর রশীদ (৫৬) নামের এক ফার্ণিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, নিহতের দুই স্ত্রী রয়েছেন। বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা ঘরে থাকেন। ছোট স্ত্রী কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় হারুন ঘরে একা ছিলেন। বুধবার রাত ১০টার দিকে তিনি খাবার শেষ করে নিজ কক্ষে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বড় স্ত্রী ও সন্তানরা দরজা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করলে তাঁকে ছাদের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

হারুনুর রশীদ আনন্দপুর গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে। তিনি স্থানীয় শরীফগঞ্জ বাজারে ফার্ণিচার ব্যবসা ও কাঠমিস্ত্রীর কাজ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক মাস আগে তিনি সামান্য মানসিক সমস্যায় ভুগেছিলেন, তবে সাম্প্রতিক সময়ে সুস্থ ছিলেন।

< p style="text-align: justify;">জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেডিক্যাল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন