গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সংঘটিত আলিফ হত্যা, আশামনি ধর্ষণ, মুহিবুল্লাহ মাদানিকে গুম করা এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদী প্রভাব ও আঞ্চলিক চাপের চ্যালেঞ্জ—এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, “সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকা প্রয়োজন; উপযুক্ত ব্যবস্থা না নিলে জনগণের ধৈর্য শেষ হবে।”
এ সময় তারা দেশব্যাপী গুম-খুনের সুষ্ঠু তদন্ত, ধর্ষকদের বিচারের নিশ্চয়তা, উগ্র সাম্প্রদায়িক কার্যক্রম প্রতিরোধ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাফিজ আহমদ নাঈম এবং সঞ্চালনা করেন মো. মামুনুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস, লেখক ও গবেষক শাহ মমশাদ আহমদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আম্বরখানা জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান এবং লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউর রহমান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, রুম্মান আহমদ চৌধুরী, শিল্পী মাহফুজুর মারুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জাহেদ আহমদ ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়সাল আহমদ জাকারিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন সাদী, দবির আহমদ, সালেহ আহমদ, আব্দুল কাদির হোসাইন, গালিব আল মাকিন, জুবায়ের আহমদ, আব্দুল আলিম ও আকতার হোসেন প্রমুখ।