জকিগঞ্জে ভুয়া দলিল তৈরির চেষ্টা, ১০ দিনের কারাদণ্ড দিলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

জকিগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে চারিগ্রামের সাইদুর রহমানকে হাতেনাতে আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাইদুর রহমান সরকারি কাগজে জাল দলিল তৈরি করে জমি সংক্রান্ত কাগজপত্রে প্রতারণার চেষ্টা করছিলেন। কাগজপত্র যাচাইয়ের সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং তাকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে সাইদুর রহমানকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “ভূমি সংক্রান্ত জালিয়াতি সমাজ ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এসব অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সচেতন সহযোগিতাই অনিয়ম দমনের সবচেয়ে বড় শক্তি।”

এদিকে ঘটনাটি জকিগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ভূমি সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন