আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সূচি চূড়ান্ত করা হয়। সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার আবেদন শুরুর দিনক্ষণ অবশ্য পরবর্তী সভায় ঠিক করা হবে।
একনজরে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি:
সভা সূত্রে জানা গেছে, আগামী বছর মোট তিনটি তারিখে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
•২৭ মার্চ, ২০২৬: 'সি' ইউনিট (বাণিজ্য শাখা)
• ০৩ এপ্রিল, ২০২৬: 'বি' ইউনিট (মানবিক শাখা)
অর্থাৎ, মার্চের শেষ সপ্তাহে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের দিয়ে গুচ্ছ পরীক্ষার পর্দা উঠবে, এবং এপ্রিলের মাঝামাঝিতে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে বেলা সাড়ে ১১টায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন।এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।
