বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা জানাতে তাহিরপুর উপজেলা সদর বাজারে ৩১ দফা প্রচারে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
কয়েক মাস ধরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলার ইউনিয়ন ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কখনও হাট-বাজারে, কখনও চায়ের আড্ডায়, আবার কখনও স্কুল-মাদরাসার প্রাঙ্গণে মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি জানাচ্ছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কেমন হবে আগামীর বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদর পূর্ব বাজারে নেতাকর্মীদের সঙ্গে আনিসুল হক ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় শত শত মানুষ তাকে ঘিরে ধরে শুভেচ্ছা জানান।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”
আনিসুল হক আরও বলেন, “প্রিয় তাহিরপুরবাসীর চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা চায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত সমাজ। আমি সেই পরিবর্তনের পথে মানুষের পাশে থাকতে চাই এবং তাদের স্বপ্নের তাহিরপুর গড়তে কাজ করব।”
পরে তিনি তাহিরপুর সদর পূর্ব বাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, “তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে। তাই সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ তাহিরপুরে সন্ত্রাস ও দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। এখন তাহিরপুরবাসী সেই দুঃশাসনের অবসান চায়।”
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, “বিএনপি ক্ষমতায় এলে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট নীলাদ্রিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার জরাজীর্ণ অবস্থা সংস্কার করা হবে।”
তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তাহিরপুরের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।”
আনিসুল হকের ৩১ দফা প্রচারে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।
এর আগে তিনি তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বালিজুরী ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাহার সাহেবের নামাজে জানাজায় অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “মহান আল্লাহ পাক যেন উনাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন।”
